নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুছা’র সৌজন্যে ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি তসকির মিয়া, আওয়ামীলীগ নেতা ওয়ালিদ হাসান এবং যুবলীগ নেতা রুহুল হাসানকে বিদেশ গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গত বুধবার দুপুরে স্থানীয় ইউপি কমপ্লেক্স ভবনে এ সংবর্ধনা অনুষ্টিত হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারছু মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সচিব শাহজান মিয়ার পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ আলী হায়দার মীর, যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, কৃষকলীগের সভাপতি আব্দুস ছুবান মেম্বার, সাধারন সম্পাদক নজরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান-৩ রাজিয়া বেগম, আওয়ামীলীগ নেতা আকাব মিয়া, শ্রীবাস দাস, শাহ সুরাইয়া বক্স, কৃষকলীগ নেতা আব্দুল হামিদ সিদ্দীকি, ইফতেখার আহমদ, যুবলীগ নেতা জামাল খানঁ, জামাল মিয়া, কৃষকলীগ নেতা আব্দুল রহিম তালুকদার, তাতীলীগের নেতা আশিকুল ইসলাম, কৃষকলীগের নেতা আব্দুল আহাদ, খালিকুর রহমান, শাহ হারুন মিয়া, ইব্রাহিম মিয়া, হাজী ছান্দ উল্লা, মাসুক মিয়া ও আলাল মিয়া প্রমুখ। পরে অনুষ্টানের অতিথিবৃন্দ বিদায়ী ৩ নেতাদের হাতে পুস্পমাল্য অর্পন করেন।
উল্লেখ্য, কুর্শি ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান আলী আহমদ মুছা নির্বাচিত হওয়ার পর থেকে ওই ইউনিয়নের সকল প্রবাসীদের সংবর্ধনা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেন।