স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রীজ থেকে শাকির মিয়া (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে নোয়াহাটি গ্রামের বাবুল মিয়ার পুত্র। গত বুধবার দিবাগত গভীর রাতে সদর থানার এসআই পার্থ রঞ্জন চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ ওই এলাকা থেকে তাকে আটক করে।
এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। গতকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।