স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর হাবেলির বাংলাদেশের প্রথম সাবেক প্রধান বিচারপতি সৈয়দ এ বি মাহমুদ হোসেন এর ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
প্রতি বছরের ন্যায় এবারো হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ন্যাশনাল ট্রাষ্টের সভাপতি ও গঙ্গানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উসমান আলী এবং সংগঠনের সকল সদস্যবৃন্দের উদ্দ্যেগে ও মরহুমের স্মরণে গতকাল বৃহস্পতিবার ভোর থেকে লস্করপুর হাবেলি জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাতের জন্য কোরআন খতম, জিকির-আসকার, মরহুমের কবর জিয়ারত ও বাদ আসর মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। উক্ত মাহফিলে দোয়া পরিচালনা করেন লস্করপুর মসজিদের ইমাম মাওঃ মফিজুর রহমান। এ সময় মিলাদ মাহফিলে অংশ গ্রহণ করেন হাবেলির সৈয়দ ওয়াহিদুজ্জামান নাজু, ইঞ্জিনিয়ার সৈয়দ আবু রেজা, সৈয়দ হারুন রেজা, সৈয়দ আকিক রেজা, শিক্ষক কবির হোসেন, হাফেজ নিজাম খান সহ এলাকার শতাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন।