রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

নবীগঞ্জের বিএনপি নেতা কায়েদের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৬০০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও গজনাইপুর ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদের বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করা হয়েছে। একই এলাকার মোঃ আইয়ুব আলী গত ৩১ আগষ্ট হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫ এ মামলাটি দায়ের করেন। তদন্তপুর্বক আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য ওসি নবীগঞ্জকে নির্দেশ দিয়েছেন। উক্ত মামলায় কায়েদ এর সহযোগি হিসেবে আরও ৫ জনকে আসামী করা হয়েছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের আব্দুল মন্নানের আইয়ুব আলী এবং একই ইউপির মামদপুর গ্রামের মৃত হাজী নছিব উল্লার ছেলে ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবুল খয়ের কায়েদ এর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উভয় পক্ষে একাধিক মামলা রয়েছে। এরজের ধরে আবুল খায়ের কায়েদ তার বাড়ির গাড়ীর চালক মৌলভীবাজার জেলার আগনশী গ্রামের মোঃ ইউসুফ আলী কাছ থেকে উক্ত কায়েদ আইয়ুব আলীর নাম ব্যবহার করে তার স্বাক্ষর জাল করে ৩ লাখ টাকা গ্রহন করে। বিপরীতে ৩শ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে একখানা হ্যান্ডনোট প্রদান করা হয়। পরবর্তীতে উক্ত কায়েদ উক্ত জাল কাগজ দিয়ে তার ড্রাইবার ইউছুফ আলীকে দিয়ে মৌলভীবাজার আদালতে আইয়ুব আলীর বিরুদ্ধে মামলা করে হয়রানী করা হয়। মামলার দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত আইয়ুব আলীর স্বাক্ষর জাল করা হয়েছে মর্মে আদেশে উল্লেখ্য করে উক্ত মামলার দায় থেকে আইয়ুব আলীকে খালাস প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com