প্রেস বিজ্ঞপ্তি ॥ ১-৭ আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ সরকারী মহিলা কলেজ ও বিকেজিসি বালিকা উচ্চ বিদ্যালয়ে সতেচনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২ টায় শিশুকে বুকের দুধ খাওয়ানের বিষয়ে এ বিশেষ কাউন্সিলিং করেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফী লিপি, সৈয়দা জামিলা সিদ্দিকী, ডেপুটি ম্যানেজার এইচ বিসিসি ডাঃ মুখলিছুর রহমান, এমডমিএস ডাঃ নিঝর ভট্টাচার্য্য, এমওডিসি ডাঃ পরিমল কুমার সাহা, কো অডিনেটর কোয়ালিটি ইমপ্র“ভমেন্ট কমিটি মা-মনি এইচ এসএস মোঃ কলিম উল্লা সিকদার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন শর্মা।