স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পুরান পাতারিয়া গ্রামে মোবাইল ফোনের মিনিট কার্ড বিক্রি নিয়ে ক্রেতা ও বিক্রেতার মাঝে সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ১৫ জন আহত হয়। গতকাল বুধবার সকাল ৯টায় ্এ সংঘর্ষ হয়। আহতরা জানায়, ওই গ্রামের করম আলীর পুত্র মকসুদ আলীর দোকান থেকে মিনিট কার্ড কিনতে যায় আব্দুর রাজ্জাকের পুত্র খলিল মিয়া। এ সময় মকসুদ ২০ টাকার মিনিট কার্ড ২২ টাকা রাখে। এ নিয়ে দুইজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত অবস্থায় আম্বিয়া খাতুন (৪৫), কাওছার (২৬), করম আলী (৬০), আইয়ুব আলী (৭০), ওয়াহিদ (২০), মুহিবুর (২৮), কাজল (২০), মকসুদ আলী (৩৫), সালাম (৫০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রং বাহারকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।