প্রেস বিজ্ঞপ্তি ॥ দুঃস্থদের নগদ অর্থ, ঔষধ ও বই প্রদান করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ। গতকাল বুধবার পৌরভবনে প্রথমে বৃন্দাবন কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী রাত্রি রায়ের হাতে পৌরসভার পক্ষ হতে পাঠ্যবই তুলে দেন মেয়র। পরে দুঃস্থ রোগীর হাতে ঔষধ পত্র এবং পঙ্গু প্রতিবন্ধীর হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, মোহাম্মদ জুনায়েদ মিয়াসহ অন্যান্যরা। হতদরিদ্র, অসহায় ও দুঃস্থদের পাশে হবিগঞ্জ পৌরসভা থাকবে বলে জানান মেয়র আলহাজ্ব জি, কে গউছ।