স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল চুরিকালে হবিগঞ্জের জুয়েল মিয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় জুয়েলের সহযোগি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আটক জুয়েল চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের হাছন আলীর পুত্র।
গতকাল বুধবার ভোররাতে বিজয়নগর এলাকা থেকে মোটর সাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুয়েল ও তার সহযোগী নিগ্র“ স্বপন ব্রাহ্মণবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে ভোররাতে হবিগঞ্জ আসার পথে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগর নামক স্থানে পুলিশ তাদের আটক করে কাগজপত্র দেখতে চাইলে তারা সাইকেলটি দাড় করায়। এক পর্যায়ে নিগ্র“ স্বপন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে সাইকেল নিয়ে পালিয়ে আসে। পরে জুয়েলকে আটক করে নিয়ে যাওয়া হয় বিজয়নগর অস্থায়ী পুলিশ ক্যাম্পে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়। পালিয়ে যাওয়া নিগ্র“ স্বপন তারই ফুফাতো ভাই। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে জিজ্ঞাসাবাদ চলছে।