স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগের একাংশ। মঙ্গলবার বিকেলে উপজেলা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ করা হয়। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। আধাঘন্টা পর পুলিশ এসে অবরোধ প্রত্যাহার করায়। বিক্ষোভকালে বক্তারা বলেন, অনিয়মতান্ত্রিকভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ছাত্রত্বহীন আনু মোহাম্মদ সুমনকে সভাপতি ও মামলার আসামী উজ্জ্বল পাঠানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের ঐতিহ্যবিরোধী লোকদের দিয়ে ঘোষিত কমিটি উপজেলার সাধারণ নেতাকর্মীরা কোন ভাবেই মেনে নেবে না। অবিলম্বে এ কমিটি বাতিল করে প্রকৃত নেতাকর্মীদের দিয়ে উপজেলা কমিটি ঘোষণার দাবি জানানো হয়। এ ব্যাপারে তারা কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেনের দৃষ্টি আকর্ষণ করেন। দ্রুত কমিটি বাতিল করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধরণ সম্পাদক শহিদুল ইসলাম শান্ত, এম এম শাওন, মেজবাহ উদ্দিন পিয়াস, নাহিদ পাঠান, অলিউর রহমান শিমুল, নয়ন, মিয়া মোঃ পলাশ, শাওন, শাহ মোঃ পাভেল, শাহ আলফাজ, সর্দার ফরহাদ, এমরান পাঠান, সাকিব বাবু, কামরুজ্জামান, রাসেল, শাহীন আরেফীন, রিপন চৌধুরী প্রমূখ।