স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর হাসপাতালে মহিলা ছিনতাইকারী সক্রিয় হয়ে উঠেছে। প্রায়ই তারা রোগীদের কাছ থেকে মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাসপাতালের টিকেট কাউন্টারে অভিনব কায়দায় রোগীনির চেইন ছিনিয়ে নেয়ার সময় ৪ মহিলাকে আটক করেছে জনতা। পরে তাদেরকে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত জমির আলীর স্ত্রী আঙ্গুরা খাতুন (৪০), ছালেক মিয়ার স্ত্রী সুফিয়া (৩৫), হাবিব হোসেনের স্ত্রী মর্জিনা (২০) ও আক্তার মিয়ার স্ত্রী রিফা আক্তার (২২)।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরসহ বিভিন্ন এলাকায় অভিনব কায়দায় ছিনতাই করে আসছে। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।