মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে মাধবপুর পৌরসভার গুমুটিয়া গ্রাম থেকে অজ্ঞাতনামা (৬০) মহিলার লাশ উদ্ধার করেন থানার উপ-পরিদর্শক (এসআই) মুসলে উদ্দিন। পরে লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। এসআই মুসলে উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন, একটি পুকুর পাড় থেকে মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। তবে মহিলার পরিচয় পাওয়া যায়নি।