মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি হয়েছে। সোমবার দিবাগত রাতে একদল চোর হাসপাতালের রুমের তালা ভেঙ্গে ২ টি কম্পিউটার, ১ টি প্রিন্টার ও ১টি ইউপিএস নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমর্কর্তা ডাঃ এএইচএম ইশতিয়াক জানান, মঙ্গলবার ভোরে হাসপাতালের দায়িত্বরত নৈশ প্রহরী হাসপাতালে এসে দেখতে পান রুমের তালা ভাঙ্গা। পরে রুমের ভিতরে গিয়ে দেখা যায় ২ টি কম্পিউটার, ১ টি প্রিন্টার ও ১ টি ইউপিএস নিয়ে গেছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।