স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ২টি মন্দির ভাংচুর ও লুটপাট ঘটনার মামলায় ৩৯ জন আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলমের আদালতে রমিজ আলী, নানু মিয়া, জামাল মিয়া, কামাল মিয়াসহ দুটি মামলায় ৩৯ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন সিএসআই সিরাজ উদ্দিন। আসামীপক্ষের ছিলেন গিয়াস উদ্দিন বকুল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৩০ অক্টোবর দাস পাড়া গ্রামের শিব মন্দির ও গোপাল জিওর মন্দির ভাংচুর করে লূটপাট চালায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে মনোরঞ্জন ও অভিমন্য বাদী হয়ে মাধবপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে পুলিশ চার্জশীট দাখিল করে আদালতে। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যূ করলে গতকাল আদালতে হাজির হয় তারা।