স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার দুই ব্যবসা প্রতিষ্টান থেকে ১শ লিটার ডিনেচার স্পিরিট জব্দ ও লাইসেন্স ছাড়া অবৈধভাবে স্পিরিট বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো, মুখলেছুর রহমান এর নেতৃত্বে উপজেলার মনতলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মনতলা বাজারের নিতাই গ্লাস ষ্টোরকে ৫ হাজার ও জুবায়ের গ্লাস এন্ড হার্ডওয়ারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মনতলা পুলিশ ফাঁড়ির এ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।