স্টাফ রিপোর্টার ॥ আগামী সংসদ নির্বাচন উপলক্ষ্যে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে গণসংবর্ধনা দিয়েছে বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়ন শ্রমিকলীগ পুটিজুরী আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ। গতকাল বিকাল সাড়ে ৩ টার দিকে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান সংবর্ধিত ব্যক্তি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী।
সভায় বক্তারা আগামী সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল আসন থেকে ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে একক আওয়ামীলীগ দলীয় প্রার্থী দাবী করেন। বক্তারা বলেন, ডাঃ মুশফিক হুসেন চৌধুরী এমপি নির্বাচিত হলে অবহেলিত নবীগঞ্জ-বাহুবলবাসীর কাঙ্খিত উন্নয়ন হবে। তারা আগামী নির্বাচনে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন সিএনজি শ্রমীকলীগের সভাপতি শেখ মোঃ সোহেন, সহ-সভাপতি মোঃ খালেদ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আবদার মিয়া, সদস্য দরছ আলী, শাহিন মিয়া ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীগণ।