স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান মোঃ শরীফ উল্লাহ’র মাতা নসিবা ভানু বার্ধক্য জনিত কারণে গতকাল রবিবার বিকেল ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (১০৫) বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার ১ম জানাজার নামাজ আজ সকাল ৮টায় হবিগঞ্জ শহরের সওদাগর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজার নামাজ দুপুর ১১টায় মরহুমার গ্রামের বাড়ি বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উক্ত জানাজার নামাজে সকল মুসলমানদের অংশ গ্রহন করার জন্য মরহুমার পরিবারের পক্ষ অনুরোধ করা হয়েছে।