স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-১ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী আইনজীবি পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোচ্ছাবিরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৬ জুলাই তার হার্টের সমস্যা দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ব বিদ্যালয় হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়। গতকাল রবিবার থেকে তার শরীরের অবস্থার অবনতি হয়েছে। তার সুস্থ্যতা কামনা করে জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ।