নবীগঞ্জ প্রতিনিধি ॥ সিলেট বিভাগের সর্ব কনিষ্ঠ নবীগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সমাজ সেবক জায়েদ চৌধুরী সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ পৌর কাউন্সিলর হিসাবে বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন মাদার তেরেসা স্বর্ণ পদক ২০১৭ পেয়েছেন। গত ২৯ই জুলাই শনিবার বিকেলে মুক্তি ভবন মৈত্রী মিলনায়তনে সংগঠনের সভাপতি হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম বি এম লিটনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে ও সমাজ সেবায় অবদানের জন্য মনোনিত ব্যক্তিদের নিকট তিনি মাদার তেরেসা স্বর্ণ পদক ও প্রশংসা পত্র তুলে দেন।