স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় ৩ পলী বিদ্যুৎ শ্রমিক আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্র জানায়, গতকাল উল্লেখিত সময়ে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের বাগ্নিপাড়া নামকস্থানে বিদ্যুতিক খুটিতে কাজ করছিল কয়েকজন শ্রমিক। এ সময় বিপরীত দিক থেকে দ্রুতবেগে আসা একটি নোহা গাড়ী তাদেরকে ধাক্কা দেয়। এতে সেলিম মিয়া (২৬), রিপন (১৮) ও পারভেজ (১৯) গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।