স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামী বাবুল রায় ওরপে বাবুল মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার সকাল ১০টায় সদর থানার এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁর বাসা থেকে তাকে গ্রেফতার করে। সে উমেদনগর গ্রামের সেলু রায়ের পুত্র।
সম্প্রতি সে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে। তাঁর বিরুদ্ধে জুয়ার মামলায় ১ মাসের সাজা পরোয়ানা ও একটি মারামারি মামলায় পরোয়ানা রয়েছে। আজ রবিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।