আবিদা সুলতানা মলি চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.এম (মাস্টার্স) প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। সে বানিয়াচং উপজেলার মিয়া খানী গ্রামের শাহাদত আলী খান রতু ও মোছাঃ তফুরা খাতুনের একমাত্র কন্যা এবং মৃত বসারত আলী খানের নাতনী। সে তাঁর শিক্ষক-শিক্ষিকা-আত্মীয়-স্বজনসহ সকলের নিকট দোয়া প্রার্থী।