চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে পল্লী বিদ্যুতের শুভ উদ্বোধন করলেন এমপি এডভোকেট মাহবুব আলী। শনিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী আলতা মিয়া। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ আজাদ মাস্টারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু, পল্লী বিদ্যুতের ডিজিএম শওকাতুল আলম, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী তালুকদার, মাওলানা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মদরিছ মিয়া মহালদার, উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক শফিউল আলম তালুকদার ভিপি মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম নবিউর রহমান প্রমুখ। ওই গ্রামের ১৮৯টি পরিবার বিদ্যুতের আওতায় এসেছে।