চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গুচ্ছ গ্রামে নালা থেকে এক নবজাতকের মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল শুক্রবার বেলা ২ টার দিকে এ নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ২ টার দিকে শিশুরা ওই নালায় গোসল করতে যায়। এ সময় একটি স্কুল ব্যাগের ভিতরে নবজাতকের মৃতদেহটি দেখতে পেয়ে সেটি উদ্ধার করে। স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার আদর্শ স্কুল নামের একটি ব্যাগের ভিতরে ভরে কে বা কারা নবজাতকের মৃত দেহটি এখানে ফেলে রেখে যায়। চুনারুঘাট থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে নবজাতকের মৃত দেহটি উদ্ধার করেছে।