স্টাফ রিপোর্টার ॥ আজ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হবিগঞ্জ শহরে বিদ্যুত সরবরাহ বন্ধ থাকবে। গতকাল শুক্রবার বিকালে বিদ্যুত অফিসের পক্ষ থেকে মাইকিং করা এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিদ্যুত অফিস জানায়, হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ৩৩ হাজার কেভির লাইনসহ বিভিন্ন লাইনে গাছের ডাল পড়ে থাকায় প্রায়ই বিদ্যুতস্পৃষ্ট হয়ে দূর্ঘটনাসহ তার ছিড়ে যায়। এ কারণে আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তারের উপর থেকে গাছের ডাল কাটা হবে। তবে কাজ শেষ হয়ে গেলে এর আগেও বিদ্যুত আসতে পারে।