চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টায় উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার সময় জনতা খাইরুল আলম (২০) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় লুৎফুর রহমান চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় যান। এসময় খাইরুল আলমসহ ৩ যুবক তার উপর হামলা চালায়। এ সময় স্থানীয় জনতা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় জনতা খাইরুল আলমকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করে। হামলাকারী খাইরুল আলম উবাহাটা গ্রামের মীর হোসেন সরদারের ছেলে। গতকাল শুক্ররার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয় একটি সূত্র জানায়, খাইরুল ছাত্রলীগ কর্মী। লুৎফুর রহমান চৌধুরীর সাথে তার পূর্ব বিরোধ রয়েছে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মামলার তদন্তকারী এস আই আতিকুল আলম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি তদন্তের স্বার্থে এ মুহুর্তে কিছু বলতে চাননি।