মখলিছ মিয়া ॥
‘মানুষ মানুষের জন্য’ এ কথাটির যথার্থতার প্রমাণ দিয়েছে ব্র্যাক। হাওর অঞ্চল অধ্যূষিত বানিয়াচং উপজেলার প্রত্যান্ত অঞ্চলে যেখানে একমাত্র নৌকা ব্যতীত স্কুলে যাওয়া অসম্ভব। অথচ অধিকাংশ পরিবারে সেই সামর্থ্য নেই প্রতিদিন নৌকা ভাড়া করে তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে। সেই সকল স্কুলের শিক্ষার্থীদের পাশে বন্ধুর মতো সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক আইডিপি বানিয়াচং। গত বৃহস্পতিবার সংবাদ সংগ্রহের কাজে বিথঙ্গল যাওয়ার পথে ব্যতিক্রমী এ কার্যক্রমটি চোখে পড়্ অেসাধারণ এ দৃশ্যগুলো দেখার পর একজন সংবাদকর্মী হিসেবে এ নিয়ে কিছু লেখার অভিপ্রায় থেকেই আজকের এ লেখা। সময় সকাল ৯টা ২০মিনিট মাঝ হাওরে আমাদের নৌকার সামান্য দূরে একটি নৌকায় দেখাগেল মনের আনন্দে হেসে খেলে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন স্বপ্নে পাওয়া ঝলমলে তরীতে করে ভবিষ্যতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এগিয়ে যাচ্ছে প্রিয় বিদ্যালয়ে। প্রতিদিন নৌকাযোগে হাওর পাড়ের বিথঙ্গল উচ্চ বিদ্যালয়, মুরাদপুর উচ্চ বিদ্যালয়, গোড়াখালী উচ্চ বিদ্যালয় ও মন্দরী উচ্চ বিদ্যালয়ের কয়েকশত ছাত্রছাত্রীকে তাদের বাড়ী থেকে নিয়ে এসে স্কুলে পৌঁছে দিচ্ছে ব্র্যাক। স্কুল ছুটি হওয়ার পর আবার স্কুল থেকে বাড়ীতেও পৌছে দেয়া হচ্ছে সেই সকল শিক্ষার্থীদের। এজন্য ভাড়া করা হয়েছে ইঞ্জিন চালিত ৪টি নৌকা। পিছিয়ে পড়া হাওর অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে ব্র্যাকের এ কার্যক্রমটির ভূয়শী প্রশংসা করেছেন অত্রাঞ্চলের হাজারো মানুষ। বর্ষায় পানি আসার সাথে সাথেই হাওর অঞ্চল অধ্যূষিত বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতির পরিমান একেবারেই কমে যেত। এতে করে চরমভাবে ব্যাহত হত শিক্ষা কার্যক্রম। এ বিষয়ে ব্র্যাকের শিক্ষা প্রোগ্রাম পেইস এর মোস্তফা কবির এর সাথে আলাপকালে তিনি এ প্রতিবেদককে জানান, অর্থনৈতিক কারনে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করে, শিক্ষার গুনগতমান বজায় রাখতে এবং ড্রপ আউট রোধকল্পে ব্র্যাক এ উদ্যোগটি গ্রহন করেছে। এ বিষয়ে ব্র্যাক আইডিপি বানিয়াচং উপজেলা সমন্বয়কারী এ এইচ এম মিজানুর রহমান এর সাথে আলাপকালে তিনি জানান, ব্র্যাক সব সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। বানিয়াচং একটি হাওর অঞ্চল অধ্যুষিত এলাকা, এখানকার অধিকাংশ বিদ্যালয়ে বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসার তেমন ব্যবস্থা ছিলনা। এ বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা ওই সব এলাকার শিক্ষার্থীদের জন্য এ কার্যক্রমটি গ্রহন করি। যতদিন হাওরে পানি থাকবে, ততদিনই ওই সকল এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা করবে ব্র্যাক।
লেখক সাংবাদিক