প্রেস বিজ্ঞপ্তি ॥ ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিদের নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ শহর শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলী, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমেদ, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, দপ্তর সম্পাদক মৌলভী শিব্বির আহমেদ ইয়াকুত, শহর শাখার সেক্রেটারী মৌলভী সাইদুর রহমান, মাওলানা মহিউদ্দিন প্রমুখ। এদিকে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিদের নির্যাতনের প্রতিবাদে গত বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস নবীগঞ্জ থানা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মাওলানা কাজী হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান মেহমান ছিলেন জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা আনোয়ার আলী।