স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অলিম্পিক ডে রান র্যালির আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় জালাল স্টেডিয়াম থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে প্রধান অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এমরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঞা সামস, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডঃ শাহ ফখরুজ্জামান, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, শঙ্খ শুভ্র রায়, আজম উদ্দিন, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, সফিকুজ্জামান হিরাজ, অ্যাডঃ বিভৎস্যু চক্রবর্তী বিভু, হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি অ্যাডঃ পূণ্য ব্রত চৌধুরী বিভু। র্যালিতে প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং ক্রীড়া সংগঠকগণ অংশগ্রহণ করেন।