স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে দুই যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মাদক বেচা ও সেবনের দায়ে দুজনকে কারাদন্ড দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড নূর-এ আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের ইন্সপেক্টর খায়রুল আলম।
জানা যায়, মাদক বেচার দায়ে কামালখানি মহল্লার আজমত উল্লার ছেলে আবদুল মজিদকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। এদিকে গাজা সেবনের দায়ে দেওয়ানবাগ মহল্লার মনু মিয়ার ছেলে রহিম মিয়াকে দুই মাসের কারাদন্ড দেন ম্যাজিস্টেট। আবদুল মজিদ তার বসত ঘরে গাজা সেবনের আসর বসায়। স্থানীয় সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দুজনকে হাতেনাতে ধরেন ম্যাজিস্ট্রেট।