স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার সুরাবই গ্রামের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্র ৮দিন ধরে নিখোঁজ রয়েছে। সে সুরাবই গ্রামের সিএনজি ড্রাইভার মো:সফিক মিয়ার ছেলে নাইম মিয়া (১২)। পারিবারিক সূত্রে জানা গেছে, সে সুতাং (শাহজীবাজার) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
নাইমের পিতা সফিক মিয়া জানান, প্রতিদিনের মতো গত ১৯ জুলাই দুপুরে স্কুল থেকে এসে বই ঘরের ভিতর রেখে খেলার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। এর পর থেকে নাইমকে আর খোঁজে পাওয়া যায়নি। সম্ভাব্য সকল স্থানে যোগাযোগ করেও তার সন্ধান পাওয়া যায়নি।