মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় বানিয়াচঙ্গে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশীর আহমদ। উদ্বোধনের পূর্বে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, উপজেলা নির্বাচন অফিসার মুর্শেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান, কৃষি অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা, কর্মচারীসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে আমিন্ত্রত অতিথিবৃন্দ মেলার বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন।
উল্লেখ্য, কৃষি প্রযুক্তি মেলায় আদর্শ বসতবাড়ী প্রদর্শনী, আইপিএম প্রযুক্তি, কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী, সামাজিক বনায়ন প্রদর্শনী, ভাসমান সবজী ও মসলা উৎপাদন প্রযুক্তি, অঙ্গজ বংশ বিস্তার প্রর্দশনী, শুকনা বীজতলা ও কম্পোষ্ট সার তৈরী, উন্নত পানি ব্যবস্থাপনা প্রযুক্তি, আইএফএমসি কার্যক্রম প্রদর্শনী ও বৃক্ষরোপন ও ফলদ বাগান প্রযুক্তিসহ বিভিন্ন ধরনের আকর্ষনীয় প্রযুক্তি নির্ভর ষ্টল রয়েছে।