মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী মাদক স্পর্শ করবে না বলে শপথ নিয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে শিক্ষার্থীদের এ শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমান।
র্যালি শেষে আলোচনা সভা ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আছাদুজ্জামান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, ওসি মোকতাদির হোসেন রিপন পিপিএম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোলাইমান মজুমদার, প্রেসক্লাব সেক্রেটারী মোঃ অলিদ মিয়া প্রমুখ।