মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার মনতলা বাজার এলাকা থেকে ৪ কেজি ভারতীয় গাজাঁসহ সফিকুল ইসলাম (২৮) নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সফিকুল ইসলাম ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদি গ্রামের তাজুল ইসলামের ছেলে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই কামরুল ইসলাম মনতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।