মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ‘‘খাদ্য পুষ্টি অর্থ চাই, দেশি ফলের গাছ লাগাই’’এ শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে মনোরম পরিবেশে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। উদ্বোধনের পূর্বে একটি র্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালীতে অংশ গ্রহন করেন সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ বশীর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহ, ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মাকসুদুল হক ভূইয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কাওছার শোকরানা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আল-নূর তারেক, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান, কৃষি অধিদপ্তরের উপসহকারি কৃষি কর্মকর্তা, কর্মচারীসহ সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে প্রধান অতিথি বিভিন্ন ষ্টল ঘুরে দেখেন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সিংহের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বশির আহমদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। উল্লেখ্য, ফলদ বৃক্ষ মেলায় অর্কিড জাতীয় বৃক্ষ, বিষমুক্ত ফলের স্টল, কৃষি প্রযুক্তি সেবা ও মেলা পরিচালনা স্টল, বনশাই স্টলসহ বিভিন্ন নার্সারী কর্তৃক প্রায় ২৫টি স্টল রয়েছে। যেখানে রয়েছে ভাল উন্নত জাতের আম, জাম, কাঁঠাল, লেচু, পেয়ারা, লেবু, মালটা, লটকন, লুকলুকি, আমড়া, পেঁেপসহ সব ধরনের ফলদ বৃক্ষের চারা ও ভালমানের কাঠের চারা ও ঔষধী ফলের চারাও রয়েছে। উক্ত মেলা ২৪ জুলাই থেকে ২৬ জুলাই প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বানিয়াচংয়ের সর্বস্তরের মানুষসহ স্কুল, কলেজ মাদ্রাসার ছাত্র/ছাত্রীকে মেলায় এসে বিভিন্ন ধরনের ফলদ বৃক্ষের সাথে পরিচিতি হয়ে বাড়ীর খালি জায়গায় বেশী করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা ইকবাল আজাদ।