প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদের অর্থায়ণে ঘোলডুবা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। এস.এম.সির সভাপতি মোঃ ছনর উদ্দিনের সভাপতিত্বে ও আবুল হাসান প্রিন্সের পরিচালানয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ।
স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন এমএমসি সদস্য এম আর কে কাপ্তান মিয়া, শিক্ষিকা হোসনা বেগম, ওয়ালিদ হাসান প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউপি চেয়ারম্যান বজলুর রশিদ বিদ্যালয়ের সার্বিক অবকাঠামো উন্নয়নের ব্যাপারে সরকারী সহযোগতিার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে এস.এম.সির সদসবৃন্দের উপস্থিতিতে বিদ্যালয়ের ফলজ গাছের চারা রোপন করা হয়।