মোঃ ছানু মিয়া ॥ সাড়ে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের নবনির্মিত ৬তলা ভবনের উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
সূত্র জানায়, হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত হওয়ায় চিকিৎসকের সংখ্যা ৩৮ থেকে বেড়ে হবে ৫৮ জন, সিনিয়র কনসালটেন্ট ৬জনের স্থলে ১০জন, জুনিয়র কনসালটেন্ট ৪জনের স্থলে ১২জন এবং জনবলের সংখ্যা ১৩৭ জনের স্থলে ২৬৫ জন হবে। এর মধ্যে ৬৮ জন নিয়োগ পাবেন আউট সোর্সিং থেকে।
হবিগঞ্জ গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের সামনে ২১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণ করা হয়। ৬ তলা এই ভবনের প্রতি তলায় রয়েছে ১১ হাজার ৪৫৮ বর্গফুট। ভবনটিতে আধুনিক চিকিৎসার সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে রয়েছে ৬ বেডের ১৫টি ওয়ার্ড, সাধারণ অপারেশন থিয়েটার রয়েছে ৭টি, ডেলিভারী অপারেশন থিয়েটার ২টি, লেবার ওয়ার্ড ১টি, পোস্ট অপারেটিভ ওয়ার্ড ৩টি, অবজারবেশন ওয়ার্ড ৩টি, ডাক্তারের চেম্বার ১৫টি, জরুরী চেম্বার ২টি, এক্স-রে রুম ২টি, সিটি স্ক্যান ১টি, প্যাথলজি রুম ১টি, ওয়েটিং স্পেস প্রতি ফ্লোরে ১টি।
২৫০ শয্যা হাসপাতালটি কাঠামো অনুযায়ী পরিচালিত হলে এবং সবাই আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে হবিগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসা সেবার কোন কমতি হবে না।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মাজিদ খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএমএ সভাপতি ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডাঃ আবু সুফিয়ান, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য শহীদ উদ্দীন চৌধুরী, সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ মুরশেদ আহমেদ চৌধুরী, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, বিএমএ’র সহসভাপতি ডাঃ অসিত রঞ্জন দাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাবিনা আশরাফি লিপি, কন্সালটেন্ট ডাঃ প্রদীপ কুমার দাস, ডাঃ সুলেমান মিয়া, ডাঃ আরশেদ আলী, ডাঃ গৌতম বরণ মিস্ত্রি, ডাঃ কায়সার রহমান, ডাঃ আহমেদ সেলিম, ডাঃ এস কে ঘোষ, ডাঃ হালিমা নাজনিন মিলি, আরএমও ডাঃ বজলুর রহমান, ডাঃ দেলোয়ার হোসেন, ডাঃ মুখলিছুর রহমান উজ্জল, ডাঃ নির্যর ভট্টাচার্য্য সহ হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা কর্মচারীগণ।