স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় এক সংখ্যালগু পরিবারের কন্যাকে রাতের আধারে জোরপূর্বক হাওড়ে নিয়ে গণধর্ষণ করেছে একদল দর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে ১নং বড়ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর গ্রামে।
সূত্রে প্রকাশ-ওই গ্রামের সংখ্যালঘু পরিবারের যুবতি কন্যা রাতে ঘুমে ছিল। রাত ৩ টার দিকে তার ঘরের দরজা কৌশলে খুলে একদল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে যুবতিকে হাত-পা বেঁধে পার্শ¦বর্তী হাওড়ে নিয়ে গণধর্ষন করে। পরে তিনি মেয়েকে মুমূর্ষূ অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন মেয়ের বাবা। এব্যাপারে ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশের সাথে মোবাইল ফোনে বার বার কল করেও তিনি ফোন রিসিভ করেননি।