মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা তরুনীর মৃত্যুর ঘটনায় প্রেমিক ঝুম্মনকে প্রধান আসামী করে ওই ঘটনায় গ্রাম্য পঞ্চায়েতের সালিশকারী ১১জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল নিহত তরুনীর পিতা মোঃ চান মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় মামলাটি দায়ের (মামলা নং-৩০, তারিখঃ ১৯/৭/১৭ইং) করেন। মামলার ধারায় উল্লেখ করা হয়েছে ধর্ষণ করে গর্ভপাত ঘটিয়ে মৃত্যু ঘটানোর অপরাধ। মামলায় আসামীর তালিকায় শালিস বৈঠকের সভাপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সর্দার নজরুল ইসলাম খান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন খানের নামও রয়েছে বলে সূত্র জানায়।
এ দিকে এ নিষ্ঠুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ বানিয়াচংবাসী প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। থানায় মামলা দায়ের এর পরপরই আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ আহমেদ।
উল্লেখ্য, বানিয়াচঙ্গের কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ী গ্রামের দিনমজুর চান মিয়া ওরফে নিবরসার কন্যা সাবিনা (২০) এর সাথে একই গ্রামের নান্দু খান এর ছেলে ঝুম্মন (২৩) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে এরা দৈহিক মেলামেশার এক পর্যায়ে সাবিনা ৫ মাসের অন্তত্বায় হয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভ নষ্ট করার জন্য সাবিনার উপর চাপ প্রয়োগ করা হয়। বিগত ঈদুল ফিতরের পরপরই হবিগঞ্জ সদরের কোন একটি হাসপাতালে মেয়েটিকে নিয়ে গর্ভপাত করানো হয়। এ নিয়ে গত ১৩ জুলাই লোহাজুড়ী গ্রামে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ওই গ্রামের সর্দার নজরুল ইসলাম খান। গ্রাম্য পঞ্চায়েতে তরুণীর ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণের ৩দিনের মাথায় তরুনীর মৃত্যু হয়।