বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা মৃত তরুণীর প্রেমিক ঝুম্মন আটক

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা মৃত তরুনী সাবিনা’র প্রেমিক ঝুম্মনকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল মঙ্গলবার বানিয়াচং থানার এসআই ফিরোজ আহমেদ এর নেতৃত্বে পলিশ লোহাজুড়ি গ্রামে অভিযান চালিয়ে ঘটনার মুলহোতা প্রেমিক ঝুম্মনকে আটক করেছে। মৃত সাবিনার ময়না তদন্ত গতকাল হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সম্পন্ন হয়েছে। ময়না তদন্ত শেষে সাবিনার লাশ আত্মীয় স্বজন বুঝে নিয়ে গতকালই তাকে দাফন করা হয়েছে।
এদিকে বানিয়াচঙ্গে সম্ভ্রমহারা তরুনীর মৃত্যুর বিষয়টি এখন টক অব দা বানিয়াচং। গতকাল হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকায় এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর অনেকেই সংবাদটি পড়ে এ ঘটনার সাথে জড়িত মূল হোতাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছেন। সাথে সাথে সালিশ অযোগ্য এধরনের অপরাধ নিয়ে যারা সালিশ করেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানিয়ে বানিয়াচংয়ের সচেতন মহল।
অপর দিকে তরুনী সাবিনার মৃত্যুর ঘটনার রহস্য উদঘাটনে মাঠে নেমেছেন বানিয়াচং থানার এসআই ফিরোজ আহমেদ। ইতিমধ্যে তিনি ঘটনার মুল নায়ক প্রেমিক ঝুম্মনকে আটক করেছেন।
উল্লেখ্য, বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের লোহাজুড়ী গ্রামের দিনমজুর চান মিয়া ওরফে নিবরসা মিয়ার কন্যা সাবিনা (২০) এর সাথে একই গ্রামের নান্দু খান এর ছেলে ঝুম্মন (২৩) এর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাসের প্রেক্ষিতে এরা দৈহিক মেলামেশা শুরু করে। এতে সাবিনা অন্তস্বত্বা হয়ে পড়ে। ৫ মাস অতিবাহিত হবার পর অন্তস্বত্বার বিষয়টি পরিবারের নজরে আসে। বিষয়টি এলাকায় জানাজানি হলে গর্ভ নষ্ট করার জন্য সাবিনাকে বলা হয়। সাবিনা এতে রাজি না হওয়ায় বিয়ে করতে গর্ভ নষ্ট করতে হবে বলে তার উপর চাপ প্রয়োগ করা হয়। এক পর্যায়ে বিগত ঈদুল ফিতরের পরপরই হবিগঞ্জ জেলা সদরে নিয়ে এসে একটি প্রইভেট হাসপাতালে মেয়েটির গর্ভ নষ্ট করা হয়। এ ঘটনা নিয়ে গত ১৩ জুলাই লোহাজুড়ী গ্রামে এক সালিশ বৈঠকের আয়োজন করা হয়। উক্ত সালিশ বৈঠকে সভাপতিত্ব করেন ওই গ্রামের সর্দার নজরুল ইসলাম খান। গ্রাম্য পঞ্চায়েতে তরুণীর ইজ্জতের মূল্য ৬০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সাবিনা বিয়ে ছাড়া অন্য কিছু বুঝে না বলে বিভিন্ন স্থানে আলোচনা করতে থাকে। শালিসের ৩দিনের মাথায় তরুনীর মৃত্যু হয়। সাবিনার মৃত্যু নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সে আত্মহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এ বিষয়টি নিশ্চিত হবার জন্য লাশের ময়না তদন্ত করা হয়েছে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ বজলুর রহমান জানান, সাবিনার মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে, শরীরও ফুলা। তবে তার মৃত্যুর কারণ ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগে বলা যচ্ছে না।
এ বিষয়ে তদন্তকারী অফিসার এসআই ফিরোজ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তরুণীর মৃত্যুর বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে এ ঘটনার মুল নায়ক প্রেমিক ঝুম্মনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অনেক তথ্য উপাত্ত পাওয়া গেছে। এগুলো যাচাই বাচাই করে পরবর্তী পদক্ষেপ নেয়াসহ দ্রুত এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করা হবে বলেও তিনি এ প্রতিনিধিকে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com