রিপোর্টার ॥ প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল বৃহস্পতিবার বিকেলে উদ্বোধন করা হবে। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম আনুষ্টানিকভাবে এর উদ্বোধন করবেন। হাসপাতাল উদ্বোধনের হলে এর সুফল পাবে হবিগঞ্জের জনগণ, আর এর ফলে নিশ্চিত করা হবে হবিগঞ্জ বাসির স্বাস্থ্য সেবা। বর্তমান সরকারের দেওয়া প্রতিশ্র“তি একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন হবিগঞ্জ লাখাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর এমপি আবু জাহির তার বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ২০১২ সালে বাহুবলের রশিদপুরে প্রধানমন্ত্রী আসলে সেখানে তিনি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করার দাবী জানিয়ে ছিলেন। যার সুফল হবিগঞ্জ বাসী পেতে যাচ্ছে। তিনি বলেন, ২০১৪ সনে শেখ হাসিনা হবিগঞ্জ আসলে এডঃ আবু জাহির এমপি হবিগঞ্জে মেডিকেল কলেজ, কৃষি বিশ্ব বিদ্যালয়, শায়েস্তাগঞ্জকে উপজেলা এবং বাল্লা স্থল বন্দর এর দাবী জানিয়ে ছিলেন। এর মধ্যে মেডিকেল কলেজের স্থান নির্ধারণ চুড়ান্ত হয়েছে। এর কার্যক্রম শেষ করতে ৫ শতাধিক কোটি টাকা ব্যয় হবে। ইতিমধ্যে প্রিন্সিপাল নিয়োগ করা হয়েছে। শিক্ষক নিয়োগও প্রক্রিয়াধিন। আপাতত ২৫০ শয্যা হাসাপাতাল ভবনের দুটি তলায় আগামী সেশনে ছাত্র-ছাত্রী ভর্তি ক্লাশ শুরু করা হবে। বাল্লা স্থল বন্দর এর কাজ চলছে। শায়েস্তাগঞ্জ উপজেলাও চুড়ান্ত পর্যায়ে। তিনি বলেন, হবিগঞ্জ থেকে বলভদ্র ব্রীজ পর্যন্ত ৪টি ব্রীজ সহ রাস্তা সংস্কার করার জন্য ১ম কোটি বরাদ্দ হয়েছে। এর কাজ দ্রুত শুরু হবে। আগামী সেপ্টেম্বর এর মধ্যে হবিগঞ্জ ও লাখাই উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। কেউ বলতে পারবে না আমার বাড়ি বিদ্যুৎ নেই। তিনি বলেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। সারা দেশের ন্যায় হবিগঞ্জেও একের পর এক বাস্তবায়ন করা হচ্ছে সরকারের দেওয়া প্রতিশ্র“তি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ সুচিন্ত চৌধুরী, তত্ত্বাবধায়ক রতীন্দ্র চন্দ্র দেব, প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলম মোস্তফা রফিক, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ স্থানীয় ও জাতীয় পত্রিকা ও বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।