চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আড়াই শতাধিক মুক্তিযোদ্ধাকে যাচাই বাছাই শেষে মাত্র ২৩ জনকে মুক্তিযোদ্ধার তালিকায় সনাক্ত করা হয়েছে। বাছাইয়ে ৯২ জনের আবেদন নামঞ্জুর এবং ১২০ জনকে দ্বিধাবিভক্ত তালিকায় রাখা হয়েছে। অবশ্য বাতিল হওয়া সবাই আপিলের সুযোগ পাবেন বলে উপজেলা যাচাই বাছাই কমিটি সুত্র জানিয়েছে।
সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের অধীনে গঠিত হওয়া মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি চলতি বছরের ১৮ মার্চ চুনারুঘাট উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রম শুরু করে। কয়েক দফা সময় পিছিয়ে অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে বাচাই কার্যক্রম সম্পন্ন হয়। কিন্তু যাচাই বাছাইয়ের সময় নানা সমস্যা দেখা দেওয়ায় এবং জটিলতা থাকার কারণে তালিকা প্রকাশে বিলম্ব ঘটে বলে স্থানীয় একটি সুত্র জানায়। অবশেষে গতকাল মঙ্গলবার তালিকা প্রকাশ করা হয়েছে এবং তা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেওয়া হয়।
চুনারুঘাট উপজেলায় যাচাই বাছাই নিয়ে শুরুতেই মুক্তিযোদ্ধারা দু’টি ভাগে বিভক্ত হয়ে পড়েন। একে অপরের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ উত্থাপন করলে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে আতংক দেখা দেয়। এতে বাছাই কমিটি মুক্তিযোদ্ধা যাচাই বাছাই করতে গিয়ে হিমশিম খান। উপজেলায় ৫৫৭ জন মুক্তিযোদ্ধার মধ্যে ১৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুক্তিযোদ্ধা আব্দুল হক। তারা মুক্তিযোদ্ধা কি-না তা যাচাই বাছাই করার আবেদন করেন তিনি। এছাড়া নতুন আরো ১৬৩ জন মুক্তিযোদ্ধা হওয়ার জন্য আবেদন করেন। কমিটি বার বার আলোচনা শেষে অভিযুক্ত এবং নতুনসহ মোট ২৯৬ জনকে যাচাই বাছাইয়ের আওতায় আনেন। এ প্রেক্ষিতে চলতি বছরের মার্চ মাসে চুনারুঘাট উপজেলায় বাছাই শুরু হয়ে কয়েক দফা সময় নিয়ে বাছাই কাজ সম্পন্ন করা হয়।
গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে যাচাই বাছাই তালিকা প্রকাশ করা হয়। এতে মাত্র ২৩ জনের আবেদন মঞ্জুর করে তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির সুপারিশ করা হয়। ৯২ জনের আবেদন না মঞ্জুর করে তাদেরকে বাতিল করার সুপারিশ করা হয়। তারা মুক্তিযোদ্ধা নন বলে যাচাই বাছাই কমিটির ৭ সদস্যই ঘোষণা করেন। এছাড়া ১২০ জনকে দ্বিধাবিভক্ত তালিকায় রাখা হয়। তাদের মধ্যে বর্তমান উপজেলা কমান্ডার আঃ সামাদ এবং অভিযোগকারী মুক্তিযোদ্ধা আব্দুল হকও রয়েছেন। তাদের বিষয়ে বাছাই কমিটির ৭ সদস্য পক্ষে বিপক্ষে মত দেয়ায় তাদেরকে দ্বিধাবিভক্ত তালিকায় রাখা হয়। একই সাথে ১৬ জনকে কমিটি এক্তিয়ার বহির্ভুত বলে প্রকাশ করা হয়। এক্তিয়ার বহির্ভুতদের মধ্যে সাবেক সমাজ কল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদও রয়েছেন। তিনি মুজিবনগর সরকারের সদস্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। এছাড়া যাচাই বাছাইয়ে অনুপস্থিত ছিলেন আরো ৪৫ জন। তারা যাচাই বাছাই বোর্ডে আসেননি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও যাচাই বাছাই কমিটির সদস্য সচিব সিরাজাম মুনিরা বলেন, যাচাই বাছাইয়ে অভিযুক্ত মুক্তিযোদ্ধার বক্তব্য নেওয়ার পর যাদের বিষয়ে কমিটির ৭জনই হ্যা বলেছেন, তাদের আবেদন মঞ্জুর হয়েছে এবং যাদের বিষয়ে কমিটির ৭ জনই না বলেছেন তাদের আবেদন না মঞ্জুর হয়েছে। এছাড়া যে সকল মুক্তিযোদ্ধার বিষয়ে কমিটির সদস্যরা পক্ষে বিপক্ষে বলেছেন তারা দ্বিধাবিভক্ত তালিকায় এসেছেন। তিনি বলেন, তাদের কেউ যদি মনে করেন তিনি ন্যয় বিচার বঞ্চিত হয়েছেন তবে তিনি আপিলের সুযোগ পাবেন।