মাধবপুর প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বেজুড়া এলাকায় মঙ্গলবার রাতে ট্যাংক লড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী ছাত্রদল নেতা শরিক আল ইমরান (২৩) নিহত হয়েছে। নিহত ইমরান উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের আকছির মিয়ার ছেলে এবং জগদীশপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত প্রায় ৮টার দিকে ইমরান মোটরসাইকেল যোগে মাধবপুর থেকে বাড়ী যাওয়ার পথে বেজুড়া যমুনা গ্র“পের কাছে ট্যাংক লড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুত্বর আহত হয়। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।