স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে অভিযান চালিয়ে আবু হেনা কাদির (৫০) নামের এক প্রতারককে আটক করেছে র্যাব ৯। সে শহরের সিনেমাহল সড়কের বাসিন্দা মৃত আব্দুর রশিদের পুত্র। গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে র্যাব ৯ এর একদল সদস্য
ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। র্যাব জানায়, কাদিরের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলায় ৭ মাসের সাজা রয়েছে। এতদিন সে পলাতক ছিল। গতকাল রাত ৯টায় তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।