মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার শাহানা বেগম (৩৫) হত্যা মামলার প্রধান আসামি ছিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। মঙ্গলবার ভোরে পিবিআই পরিদর্শক ফরিদুল ইসলাম নরসিংদীর শিবপুর এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ছিদ্দিক মিয়া উপজেলার শাহজাহানপুর জালোয়াবাদ গ্রামের তাহের মিয়ার ছেলে।
পুলিশ জানায় ৪ মাস পূর্বে পূর্ব শত্র“তার জের ধরে জালুয়াবাদ গ্রামে শাহান বেগমকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল।
উল্লেখ্য, ২৭ শে মার্চ স্থানীয় লোকজন শাহানার বাড়ির পাশে বহরা ইউনিয়নের কৃষ্ণপুর কবরস্থানে মরদেহের একটি হাত বের করা দেখেন। পরে পুলিশকে খবর দিলে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে লাশ উদ্ধার করেন। পুলিশ মাটি চাপা দেয়া গলাকাটা লাশ উদ্ধার করলে ইদন মিয়া ওই লাশ তার মেয়ের বলে চিহিৃত করেন।