স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামী হলেন, হবিগঞ্জ শহরের আহছানিয়া মিশন রোড এলাকার হারাধন দাশ গুপ্তের ছেলে শংকর দাশ গুপ্ত (৪৫)। গত রোববার শেষ রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত এসপি বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম ইমরানসহ একদল র্যাব সদস্য অভিযান চালিয়ে আহছানিয়া মিশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়।