স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় ভবনে কাজ করার সময় জয়নাল আবেদীন (২০) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে লাশ রেখে ভবনের ঠিকাদার পালিয়ে যায় অভিযোগ স্বজনদের। নিহত জয়নাল চুনারুঘাট উপজেলার গোড়ামি গ্রামের আতর আলীর পুত্র। গতকাল সোমবার বিকালে সে ওই এলাকার এক ব্যক্তির ভবনে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। মূমুর্ষু অবস্থায় ঠিকাদার ও তার লোকজন সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যু হয়েছে এমন খবর শুনে ঠিকাদার পালিয়ে যায়। জয়নালের চাচা ফরিদ মিয়া জানান ঠিকাদার সন্ধ্যায় তাকে ফোন করে জানায় তাঁর ভাতিজা মারা গেছে। এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে।