স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ মটর মালিক গ্র“পের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে দেখা ব্যাপক উৎসাহ উদ্দীপনা। নির্বাচনে স্ব-স্ব পদে জয়লাভ করতে ভোটারদের সাথে অনেক প্রার্থীরাই নেমে পড়েছেন গোপন বৈঠকে। ভোটারদের সাথে করছেন গোপনে আলাপ-আলোচনা। গত শুক্রবার জমকালো ভাবে বিভিন্ন পদে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। হবিগঞ্জ মটর মালিক গ্র“পের কার্যালয়ে সকাল থেকে শুরু করে বিকাল ৫টায় পর্যন্ত চলে মনোনয়ন পত্র দাখিল। প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব মোঃ নুরুল হকের কাছে বিভিন্ন পদে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেন শফিকুর রহমান চৌধুরী ও ফজলুর রহমান চৌধুরী। কার্যকরী সভাপতি পদে মনোনয়ন পত্র দাখিল করেন রনজিৎ কুমার দেব ও মোঃ শামছু মিয়া চৌধুরী। সহ-সভাপতি মনোনয়ন পত্র দাখিল করেন মোঃ আবুল কালাম চৌধুরী, হাজী মোঃ আজগর আলী, আব্দুল ওয়াহাব বাবুল, মোঃ সিরাজ উদ্দিন খান, আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন ও মোঃ হেলাল উদ্দিন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেন শংখ শুভ্র রায়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেন আবু মঈন চৌধুরী সোহেল, ফেরদৌস আহমেদ, মোঃ মনিরুর রহমান লিটন ও মোঃ শাহনুরুর রহমান। হবিগঞ্জ সিলেট লাইন-এর সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ নজরুল ইসলাম, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ বাচ্ু মিয়া, মোঃ ফজলুল হক কাজল, হাজী মোঃ জিতু মিয়া, মোঃ খুরশেদ আলী, হাজী আব্দুল কাদির, আলহাজ্ব বুলবুল মিয়া, দ্বিজেন্দ্র পাল চৌধুরী, মোঃ কপিল উদ্দিন, আবুল হোসেন চৌধুরী, মোঃ মুজিবুর রহমান, মোঃ সাইদুর রহমান, দীপাল চক্রবর্তী, আব্দুল কাইয়ুম, সত্যরঞ্চন সমাজপতি, বিদ্যুৎপাল, স্বপন গোপ তরফদার, কাবুল কুমার পাল, সৈয়দ আব্দুল মন্নান, মোঃ আব্দুল হক, শাহ মোঃ জিয়াউল কবির পলাশ ও মোঃ শহিদুল ইসলাম, হবিগঞ্জ-মাধবপুর লাইন-এর সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ দিদার হোসেন, এ কে এম রেজাউল করিম। হবিগঞ্জ-শ্রীমঙ্গল লাইন-এর সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন আব্দুল গফ্ফার চৌধুরী ও দুলাল গোপ তরফদার। হবিগঞ্জ-মাধবপুর (বিশ্বরোড) লাইন-এর সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন শহিদুল ইসলাম রুবেল, অজিত রঞ্জন রায় ও মোঃ জিতু মিয়া। হবিগঞ্জ-নবীগঞ্জ লাইন-এর সদস্যপদে মনোনয়নপত্র দাখিল করেন মৌলভী আব্দুস ছোবহান, মোঃ জিতু মিয়া, মোঃ শফিক মিয়া, মোঃ জুয়েল মিয়া ও মোঃ আব্দুল বাছিত। হবিগঞ্জ-লাখাই লাইন-এর সদস্যপদে মনোনয়নপত্র দাখিল করেন মোঃ জাহির মিয়া ও মোঃ ছুরুক মিয়া।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গতকাল শনিবার প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। আগামী ১৭ জুলাই প্রার্থীতা প্রত্যাহার, ১৮ জুলাই চূড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, ১৯ জুলাই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ ও আগামী ৮ আগষ্ট জেলা পরিষদ অডিটরিয়ামে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।