মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটি ও সহযোগী সংগঠনের সভায় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আব্দুল মজিদ খান এমপি বলেছেন, আগামী নির্বাচনে নৌকা মার্কাকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে নেতা-কর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের মতো আগামী নির্বাচনেও অনেকেই মনোনয়ন চাইবেন। আমিও চাইবো। তবে যে-ই দলীয় মনোনয়ন পাবেন তার পক্ষেই কাজ করতে হবে। আমি যদি না পাই যে পাবেন তার পক্ষে আমিও কাজ করবো। জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করতে হবে। গতকাল জনাব আলী কলেজ মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সামছুল হক, যুগ্ম সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, শিল্প ও বানিজ্য সম্পাদক তজম্মুল হক চৌধুরী, সদস্য ও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী এডভোকেট চৌধুরী আবু বক্কর সিদ্দিকী, সদস্য হায়দারুজ্জামান খান (ধন মিয়া), নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থী মিনহাজ উদ্দিন শরীফ রাসেল, জেলা কৃষকলীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ ফরিদ আহমদ, যুগ্ম সম্পাদক এনামুল হোসেন খান বাহার ও আঙ্গুর মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, আব্দুল আহাদ ও শাহজাহান মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আবুল হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আবুল কাশেম চৌধুরী, সদস্য মিজানুর রহমান খান, এডভোকেট নজরুল ইসলাম খান, ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, ৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিয়াশা, সাধারণ সম্পাদক আরফান উদ্দিন, ৭নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদ আহমেদ, ১১নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাজিদ আলী তালুকদার, ১৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী, ১৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তৈয়বুর রহমান চৌধুরী, ৭নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ৮নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আরেফিন সেলিম, ৯নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ^জিৎ দাশ, ১০নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পদাক আলী ইসলাম, ১নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, ২নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুতাক্কিন বিশ^াস, ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মলাই মিয়া, ৬নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ১২নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস শামীম, ১৪নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান দুলাল, ১৫নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পিযুষ সূত্রধর, ১৩নং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম জাহির, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহানারা আক্তার বিউটি, সাধারণ সম্পাদক হাসিনা আক্তার, জেলা পরিষদ সদস্য রওশন আরা ভূইয়া লাকি, যুবলীগের সভাপতি রেখাছ মিয়া, কৃষকলীগের সভাপতি রুহুল কিবরিয়া বুলবুল, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মোশাহেদ মিয়া, ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল প্রমূখ।