স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল পয়েন্টে সরকারি জমি দখল করে নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কতিপয় মুনাফালোভী ব্যবসায়ীরা দোকান নির্মাণ করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয় ওই সব দোকানগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেয়ার অভিযোগও পাওয়া গেছে। হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জ ও মিরপুর যাবার একমাত্র সড়ক হচ্ছে ধুলিয়াখাল। এখানে স্থাপনা তৈরি করে যানবাহনসহ জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় যৌথবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। পরবর্তীতে সড়কের জমি দখল করে পুনরায় এখানে বিভিন্ন ধরণের স্থাপনা নির্মাণ করে বেকারী, স্টেশনারী, মিষ্টির দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। ফলে ওই সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। প্রায় সময়ই ঘটছে দূর্ঘটনা।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুলিয়াখাল জেলা কারাগারের পূর্ব ও পশ্চিম এবং পয়েন্টে স্থাপনা তৈরি করা হয়েছে। স্থানীয় লোকজন অভিযোগ, এ সব ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রিকশা, টমটম ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে যানজট সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়াও কোন কোন ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে নেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। ফলে সরকার প্রতিমাসে কয়েক হাজার টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।