স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ের আমিরখানি মহল্লায় প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বখাটে লাদেন মিয়া। এর বিচার চাইতে গেলে বখাটের পরিবারের লোকেরা পাল্টা হামলা চালিয়ে ছাত্রীর নিরিহ বাবার বাড়িঘর ভাংচুর করে। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকালের দিকে বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দেন ছাত্রীর বাবা। ভিকটিম স্থানীয় জয়তারা সরকারি স্কুলের শিশু শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, রোববার বিকেলে ওই ছাত্রী বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় পাশের বাড়ির চানপাড়ার লাদেন মিয়া (১৬) মেয়েটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী কচু ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে খেলার সাথী অপর এক মেয়ে দৌঁড়ে গিয়ে বিষয়টি ছাত্রীর চাচাকে জানায়। চাচা এসে দেখেন ছাত্রীর সাথে লাদেন ধস্তাধস্তি করছে। এ সময় তাকে দেখে দেখে বখাটে লাদেন দৌঁড়ে বাড়ি চলে যায়। সাথে সাথে ছাত্রীর চাচা বখাটের বাবার নিকট নালিশ করলে এরা ক্ষিপ্ত হয়ে ছাত্রীর পিতার বাড়িঘরে হামলা চালায় ও ঘরদরজা ভাংচুর করে বখাটের বাবাসহ স্বজনরা।
স্থানীয় মুরুব্বিরা সালিসে ঘটনা মিমাংসার চেষ্টা করলে তাদের ডাকে সাড়া দেয়নি বখাটের পরিবার। স্থানীয়রা বলেছেন, ছাত্রীর পরিবার গরীব ও নিরিহ। পরে বৃহস্পতিবার রাতে ছাত্রীর বাবা বানিয়াচং থানার ওসিকে মৌখিকভাবে বিষয়টি অবগত করেন। ওসি তাৎক্ষনিক থানার এসআই ওমর ফারুককে ঘটনার সত্যতা যাছাইয়ে সরজমিন পাঠান। গতকাল শুক্রবার দুপুরে বানিয়াচং থানার শিশু বিষয়ক অফিসার এসআই ওমর ফারুক সাংবাদিকদের জানান, লুঙ্গি খোলে মেয়েটিকে গোপনাঙ্গ দেখায় লাদেন মিয়া। এ নিয়ে দুই পরিবারের মারামারির সময় লাদেনের পরিবারের লোকেরা মেয়ের বাবার ঘরদরজার বেড়ায় কুপায়। রাতেই লাদেনকে আটকের চেষ্টা করলে সে দৌঁড়ে পালিয়ে যায়। এদিকে মেয়ের বাবা জানান, শুক্রবার বিকালের দিকে থানার লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে চানপাড়া মহল্লার সর্দার মনিরুজ্জামান লেচু জানান, রাতে পুলিশ তদন্ত করে যাওয়ার পর থেকে লাদেনের অভিভাকরা বিষয়টি আপোষে শেষ করার ব্যাপারে মুরুব্বিয়ানসহ বিভিন্ন জনের কাছে ধর্ণা দিচ্ছেন।